প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:55 PM
আপডেট: Tue, Jan 27, 2026 6:53 AM

[১]নির্বাচনে নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ ইসির

এম এম লিংকন: [৩] দ্বাদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এমন মতামত তুলে ধরে কমিশনার মো.আলমগীর আরো বলেন, বিএনপির অসহযোগ আন্দোলনে শঙ্কিত না হয়ে ইসিকে সাহস দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রার্থীরা এ বিষয়ে খুব একটা শঙ্কা দেখায়নি। আমরাও মোটেই শঙ্কিত নই। 

[৪] বৃহস্পতিবার নির্বাচন ভবনে ঢাকা বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, ইসি সচিব জাহাংগীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরআগে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করে কমিশন।   

[৫] জ্বালাও-পোড়াও বাড়লে কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ১৪ জেলা ঘুরলাম। এমন কিছু দেখিনি। যা দেখি মিডিয়ায় দেখি। স্বাভাবিক জীবনযাপন দেখেছি। মানুষ ভোটকে অনেক উৎসাহের সঙ্গে দেখেছি। মিছিল দেখেছি। সভা করতে দেখেছি। কিন্তু আমি কোনো নির্বাচনের বিপক্ষে কোনো অনুষ্ঠান বা কথা আমি দেখিনি।

[৬] বৈঠকে স্বতন্ত্র প্রার্থী, নতুন দল বা ছোট দলের প্রার্থী ঠিকমতো প্রচার করতে পারবেন কি না বা কেন্দ্রে যেতে পারবেন কি না, সে শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান সাবেক এই ইসি সচিব। তিনি বলেন, সেখানে ইসির পক্ষ থেকে ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। প্রার্থীদের বলা হয়েছে, আপনারা নিজেরা সজাগ থাকবেন। প্রত্যেকটা কেন্দ্রে পোলিং এজেন্ট দেবেন। আমাদের অনেকগুলো সাব কমিটি আছে তারা মনিটরিং করবেন। অতএব কোনো না কোনোভাবে আমাদের নজরে আসবে, কোনো ঘটনা ঘটলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

[৭] আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, নাশকতা মোকাবিলার জন্য গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য বলেছি । তারা একে অপরে যেন শেয়ার করে।  যাতে ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে পারে। কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে যেন নিজের অবস্থান না দেখান সেটা বলা হয়েছে।

[৮] পুলিশ কী চ্যালেঞ্জের কথা বলেছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, তারা ক্ষমতাসীন দল ও তার স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক, ইতিবাচক অর্থে উত্তেজনামূলক হবে বলেছে। এবার যেহেতু একটা দল আসছে না, তাদের পক্ষ থেকে নির্বাচন বাতিলের একটা হুমকি দেওয়া হচ্ছে, সেটার একটা চ্যালেঞ্জ আছে। এগুলোকে মোকাবিলা করে কীভাবে নির্বাচন করা যায় এবং ভোটাররা যাতে কেন্দ্রে আসে সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে আনন্দমুখর পরিবেশ আছে। সম্পাদনা: সমর চক্রবর্তী